মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসির শুভেচ্ছা বিনিময় 

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি 

পূবাইল সাংবাদিক ক্লাবের সাথে নবনিযুক্ত ওসির শুভেচ্ছা বিনিময় 

পূবাইল মেট্রোপলিটন থানার ওসি মো. শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান পূবাইল সাংবাদিক ক্লাবের নেতারা। গত বৃহস্পতিবার রাতে পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলমের নেতৃত্বে পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্যরা এ শুভেচ্ছা বিনিময় করেন।

নবাগত ওসি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতা পেলে পূবাইল মেট্রোপলিটন থানাকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, ইভটিজিং, চাঁদাবাজি ও দালালমুক্ত করব ইনশাল্লাহ। 

ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং পূবাইল থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাকিল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন সরকার, কোষাধ্যক্ষ এইচ এম নুরুল হক বাবু। মহিলা সম্পাদিকা কবিতা ইসলাম,  কার্যনির্বাহী সদস্য রাকিবুল ইসলাম ও আসিফ রায়হান প্রমুখ।

টিএইচ